প্রকাশিত: Mon, Apr 22, 2024 11:56 AM
আপডেট: Sat, Dec 6, 2025 11:38 PM

এতো প্রকৃতি বিরুদ্ধ কর্ম করলে গরম না তো কি বরফ পড়বে!

গোলাম মোর্তোজা ; নগর তৈরি করছেন, গাছ লাগাচ্ছেন না, কাটছেন। ধানমন্ডি এলাকার রোড ডিভাইডারের বড় বড় কয়েকশ গাছ রাতের আঁধারে চুরি করে কেটে ফেললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলা জায়গায় গাছ কেটে বিল্ডিং বানাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে বিল্ডিং বানানোর উৎসব চলছে। চট্রগ্রামে শত শত গাছ কাটা হয়েছে, হাসপাতাল না কি যেন বানানোর জন্যে শত শত গাছ কাটার প্রস্তুতি নিয়ে বসে আছে একদল মূর্খ। পার্বত্য চট্রগ্রামের পাহাড় পরিস্কার করে ফেলেছেন। সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চালাচ্ছেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র বানিয়েছেন। 

হিট অফিসার নিয়োগ দিয়ে হাসির খোরাক জোগাচ্ছেন। আগারগাঁও এলাকার খালি জায়গা সরকারি প্রতিষ্ঠানগুলো যেন দখল করে নিলো। একেক প্রতিষ্ঠান একেক রকম গ্লাসের অবৈজ্ঞানিক ভবন বানিয়ে নিয়েছে। একটির সঙ্গে আরেকটির সামঞ্জস্য নেই। বড় দু’তিনটি ভবন বানিয়ে সেটাতে সবগুলো অফিসের জায়গা দেওয়া যেত কি না, তা বিবেচনাই করা হয়নি। খোলা জায়গা রাখা, ছোট আকারের গাছে ভর্তি পার্ক, জলাশয় তৈরির কোনো পরিকল্পনা কারও মাথায়ই আসেনি। এত প্রকৃতি বিরুদ্ধ কর্ম করলে গরম না তো কী বরফ পড়বে? ২০.৪.২৪। ফেসবুক থেকে